মেয়র আনিসুল হক এখনো অচেতন

মুক্তবার্তা ডেস্ক: লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এখনো অচেতন অবস্থায় রয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় আনিসুল হকের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎকরা জানিয়েছেন, মস্তিষ্ককে বিশ্রামে রাখতে  তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আনিসুল হক কী ধরণের ‘সেরিব্রাল ভাসকুলাইটিসে’ (মস্তিষ্কের রক্তনালির প্রদাহ) ভুগছেন, তা নির্ণয়ে চিকিৎসকেরা আরও পরীক্ষা-নিরীক্ষা করতে চান। আনিসুল হকের স্ট্রোকের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে এটি জরুরি।

মেয়রের স্ত্রী রুবানা হক জানিয়েছেন, প্রথম দফায় আনিসুল হককে যেসব ওষুধ দেয়া হয়েছে, সেটি তাকে প্রভাবিত করেনি। আগামী সপ্তাহে আরো হালনাগাদ তথ্য পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। বাবা আনিসুল হকের জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করেছেন তিনি।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান মেয়র আনিসুল হক। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রী রুবানা হক তার চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিক দেখভাল করছেন।

Related posts

Leave a Comment