মেয়র আনিসুলের অবস্থা স্থিতিশীল

মুক্তবার্তা ডেস্ক: লন্ডনে চিকিৎসারত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর ঘুম এখনো ভাঙেনি। তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

জনপ্রিয় উপস্থাপক আবদুন নূর তুষার লন্ডনে রয়েছেন। তিনি আনিসুল হকের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সোমবার রাতে তুষার ফেসবুকে লিখেছেন, ‘আমি লন্ডন। আনিস ভাই হাসপাতালে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় ঘুম পাড়িয়ে রেখেছেন। তার জন্য একাধিক চিকিৎসক কাজ করছেন। সময় ও ধৈর্য দরকার।  দরকার সকলের দোয়া। সামনে ঈদ ও হজ। সবাই তার জন্য দোয়া করবেন।’

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে মেয়র আনিসুল লন্ডনে যান। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার ১৪ আগস্ট দেশে ফেরার কথা ছিল।

শুক্রবার যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদীম কাদির স্বাক্ষরিত এক বিবৃতিতে মেয়র আনিসুলের স্ত্রী রুবানা হক জানিয়েছেন, চিকিৎসকরা আনিসুলের মস্তিষ্ককে পুরোপুরি বিশ্রামে রাখতে তাকে ঘুম পাড়িয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

রুবানা হক বলেন, ‘আনিসুল হক কী ধরনের সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) ভুগছেন, তা নির্ণয়ে চিকিৎসকেরা আরও পরীক্ষা-নিরীক্ষা করতে চান যাতে তার স্ট্রোকের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা যায়।’

মেয়রের স্ত্রী বলেন, ‘প্রথম দফায় আনিসুলকে যেসব ওষুধ দেয়া হয়েছে, সেটি তাকে প্রভাবিত করেনি। আগামী সপ্তাহে চিকিৎসার বিষয়ে আরও হালনাগাদ তথ্য পাওয়া যাবে বলে আমরা আশা করছি।’

Related posts

Leave a Comment