মেলায় সামিয়া রহমানের তিন বই

মুক্তবার্তা ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিয়া রহমানের লেখা তিনটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। মাওলা ব্রাদার্স বইগুলো প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত সামিয়া রহমান।

আধাখিঁচড়ে গল্প, what’s happening to our TV, Cracking the secrets of TV presentation’ এই তিনটি বই অমর একুশে বইমেলায় মাওলা ব্রাদার্সের স্টলে পাওয়া যাবে।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বই তিনটির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ফরিদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক এবং লেখকের পিতা মাহমুদুর রহমান, সাংবাদিক মোজাম্মেল বাবু, চিত্রনায়ক জাহিদ হাসান প্রমুখ।

লেখককে শুভেচ্ছা জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘সমৃদ্ধ, শান্তিপূর্ণ, শোষণমুক্ত, অসাম্প্রদায়িক , সুশাসনের বাংলাদেশ গড়ার শিক্ষায় সঙ্গীর মতো পাশে থাকবে গণমাধ্যমগুলো এবং সামিয়া রহমানের এই বইগুলো।’

ইনু বলেন, ‘আসুন সবাই বিকৃত উচ্চারণের অশ্লীলতা থেকে, ইংরেজি ঢংয়ে বাংলা ভাষায় বলার বেয়াদবি থেকে, খিচুড়ি সংস্কৃতির ঝাপটা থেকে বাংলাদেশকে রক্ষা করি।’

বই তিনটি সম্পর্কে উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, ‘বর্তমানে বাংলাদেশের গণমাধ্যমের যে অবস্থা তা থেকে পরিত্রাণ পেতে এবং উত্তোরণের জন্য সামিয়া রহমানের বই তিনটি সত্য সত্যই আদর্শ হয়ে উঠবে।’

লেখিকা উপস্থিত সবাইকে বই তিনটি পড়ে আলোচনা- সমালোচনার জন্য আহ্বান জানান।

Related posts

Leave a Comment