মুক্তবার্তা ডেস্ক:মেট্রোরেল প্রকল্পের বিভিন্ন প্যাকেজের কাজ। এরইমধ্যে পল্লবী থেকে আগারগাঁও পর্যন্ত সেবা সংস্থাগুলোর লাইন স্থানান্তরের কাজ শেষ হয়েছে। অবকাঠামো তৈরির কাজ শুরু না হলেও সাধারণ মানুষকে নানাভাবে ভোগান্তিতে পড়তে হয়। সেবা লাইনগুলো স্থানান্তরের কাজ সম্পন্ন হওয়ায় মেট্রোরেলের মূল কাজ ত্বরান্বিত হবে বলে জানান প্রকল্প পরিচালক।
পল্লবীর চৌরঙ্গী এলাকা।পরিবহনের বাসটি যাত্রী নামাতে গিয়ে খাদে পড়ে যায়। সেবা সংস্থাগুলোর লাইন স্থানান্তরে কাজ সম্পন্ন হওয়ার পর তাতে বালি দিয়ে ভরাট করা হয়। চলমান মেট্রোরেল প্রকল্পের কাটা সড়কে কার্পেটিংয়ের কাজ না করায় অহরহই এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীর।
মেট্রোরেলের অবকাঠামোর কাজ শুরু না হলেও রাস্তা কাটার কারণে ফুটপাত বন্ধ হয়ে যাওয়ায় চলাচল করতে হয় মূল সড়ক দিয়েই। এছাড়া ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকা মিরপুর এলাকার নিত্যদিনের চিত্র। গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকায় অনেক সময় বাধ্য হয়েই পায়ে হেঁটে যেতে হয় সাধারণ মানুষকে।
২০১৬ সালের নভেম্বরে শুরু হয়ে এ বছরের মে মাস নাগাদ পল্লবী থেকে আগারগাঁও পর্যন্ত সেবা সংস্থাগুলোর লাইন স্থানান্তরের কাজ চলে। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে দিয়াবাড়ীর ডিপো থেকে পল্লবী পর্যন্ত স্টেশন ও ভায়াডাক্ট তৈরির কাজ শুরু করতে পারবে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মেট্রোরেল প্রকল্প পরিচালক মো. মোফাজ্জেল হোসেন বলেন, মেট্রোরেল প্রকল্পের ৮টি প্যাকেজের অগ্রগতি হয়েছে।
প্যাকেজ-১-ডিপোর ল্যান্ড ডেভেলপমেন্ট কাজ-৩৫ শতাংশ কাজ সম্পন্ন ।
প্যাকেজ-২-ডিপোর স্থাপনার কাজ- মে মাসে চুক্তি সম্পন্ন, সেপ্টেম্বর-অক্টোবরে কাজ শুরু ।
প্যাকেজ-৩-ডিপো থেকে পল্লবী পর্যন্ত ভায়াডাক্ট ও স্টেশন তৈরী- মে মাসে চুক্তি সম্পন্ন, সেপ্টেম্বর-অক্টোবরে কাজ শুরু ।
প্যাকেজ-৪-পল্লবী থেকে আগাঁরগাঁও পর্যন্ত ভায়াডাক্ট ও স্টেশন তৈরী-মে মাসে চুক্তি সম্পন্ন, সেপ্টেম্বর-অক্টোবরে কাজ শুরু ।
প্যাকেজ-৫-আগারগাঁও থেকে কারওয়ান বাজার লাইন ও স্টেশন তৈরী-দরপত্র জমাদানকারীদের যোগ্যতা যাচাই ।
প্যাকেজ-৬-কারওয়ান বাজার থেকে মতিঝিল লাইন ও স্টেশন তৈরী-দরপত্র জমাদানকারীদের যোগ্যতা যাচাই ।
প্যাকেজ-৭-পুরো প্রকল্পের ইলেকট্রিকেল ও মেকানিকাল কাজ- মূল্য যাচাইয়ের কাজ চলছে ।