মুক্তবার্তা ডেস্ক: ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে বাংলাদেশ। গত ১৬ থেকে ১৭ নভেম্বর ভারতের মুম্বাইয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডব্লিউটিসি) মুম্বাই এবং অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রিজের (এআইএআই) উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে ৩৭টি দেশ, ভারতের ৫টি রাজ্য সরকার এবং ৩০টি শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ভারতে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ এ প্রদর্শনীতে অংশগ্রহণ করে।