মুখ খুললেন নায়ক শাকিব খান

মুক্তবার্তা ডেস্ক: চলচ্চিত্রের নতুন সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’। ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক পথচলার দিন থেকেই নানা কারণেই আলোচিত ও সমালোচিত হচ্ছে সংগঠনটি। এবার নতুন এ সংগঠনটি নিয়ে মুখ খুললেন নায়ক শাকিব খান।

তিনি বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’চলচ্চিত্রের উন্নয়নের জন্য। এটা নিয়ে তেমন কিছু বলার নেই। এই স্বাধীন দেশে যে কেউ সংগঠন করতেই পারেন। এই ফোরামে চলচ্চিত্রের সব শাখার লোক আছেন, এটাই বড় কথা। সবাই এক জায়গায় থেকে, একসঙ্গে মিলেমিশে চলচ্চিত্রকে এগিয়ে নিতে কাজ করতে পারবেন।

শাকিব আরও বলেন, ‘চলচ্চিত্রের আরও সংগঠন আছে।  তারা তাদের মতো কাজ করবে, আমরা আমাদের জায়গা থেকে কাজ করবো। বিষয়টি নেতিবাচকভাবে নেয়ার কোনো কারণ নেই। আশা করি সেভাবে কেউ দেখছেনও না। চলচ্চিত্র আমাদের সবার। সবার যার যার জায়গা থেকে চেষ্টা করছি চলচ্চিত্রের জন্য ভালো কিছু করার। সেই জায়গা থেকেই আমরা কাজ করছি। এখানে আমাদের কাছে কাজটাই মুখ্য।

Related posts

Leave a Comment