মুক্তবার্তা ডেস্ক: একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীর সেনানীদের অংশগ্রহণে আজ রবিবার রাজধানীর কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার (২৩ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এই সমাবেশে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন।
খালেদা জিয়ার বক্তব্যে সাম্প্রতিক নানা প্রসঙ্গ উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। প্রতি বছর বিএনপিপন্থী মুক্তিযোদ্ধাদের এই সমাবেশে খালেদা জিয়া বক্তব্য দেন। গত বছর মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ হওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করায় তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।