মুক্তবার্তা ডেস্ক:সাতক্ষীরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রমজান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার রাতে পুলিশ সুপার আলতাফ হোসেন তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন।
এর আগে রোববার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরায় আব্দুর রশিদ (৭৫) নামের এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ ওঠে এসআই রমজান আলীর বিরুদ্ধে।