মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের চেয়ারম্যানের নেতৃত্বে পর্তুগাল সফর

মুক্তবার্তা ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম এর নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট এক সংসদীয় প্রতিনিধি দল তিন দিনের সরকারী সফরে ২৫ সেপ্টেম্বর ২০১৭ পর্তুগাল গিয়েছেন।

 

প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন সংসদ সদস্য মো. আফসারুল আমিন এবং মাননীয় হুইপ ইকবালুর রহিম ছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক সহ অন্যান্য কর্মকর্তাগণ এ প্রতিনিধি দলে ছিলেন।

 

তিন দিনের সফরে প্রতিনিধি দল পর্তুগালের লিসবনে স্থাপিত ১৯৫২-এর ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির “শহীদ মিনার” পরিদর্শন করেন এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে পর্তুগাল বিভিন্ন যুদ্ধে অংশ নেয়া যোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে নির্মিত ”কোম্বাটেন্টস যাদুঘর” পরিদর্শন করেন। এ সময় যাদুঘরের পরিচালক মিসেস ইসাবেলা মার্টিন্স এর সাথে যোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে এবং তাদের কল্যাণে গৃহিত পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করেন প্রতিনিধি দল।

 

সন্ধ্যায় প্রতিনিধি দল পর্তুগালের লিসবনের বাংলাদেশ ভবনে পর্তুগালে নিযুক্ত বাংলাদশের রাষ্ট্রদূত কর্তৃক আয়োজিত নৈশভোজে পর্তুগালের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার জর্জ ল্যাওকো এবং বিরোধী দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য এবং স্পিকার কমিটির সেক্রেটারী ডুয়ার্ট পাচেকের সাথে এক বৈঠকে মিলিত হন। এই সময় দুই দেশের সংসদ সদস্যগণ বাংলাদেশ-পর্তুগাল সংসদীয় ফ্রেন্ডশীপ গ্রুপ প্রতিষ্ঠাসহ দুই দেশের বিভিন্ন দ্বিপাক্ষিক এবং সমসাময়িক বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চলমান রোহিঙ্গা শরনার্থী বিষয়টি নিয়ে আলোচনা করেন।

 

Related posts

Leave a Comment