মিয়ানমার সরকারের বিরুদ্ধে আইসিসি’তে অভিযোগ করুন: এইচআরডাব্লিউ

মুক্তবার্তা ডেস্ক: মিয়ানমার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ দায়ের করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)।

মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যার তদন্ত চালাতে ব্যর্থ হওয়ার কারণে ওই সরকারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এইচআরডাব্লিউ এক বিবৃতিতে বলেছে, মিয়ানমার সরকারের বিচার করার জন্য এখনই রোহিঙ্গা গণহত্যার প্রমাণ ও দলিল সংরক্ষণের জন্য জাতিসংঘকে উদ্যোগ নিতে হবে। সেইসঙ্গে এসব দলিল আন্তর্জাতিক অপরাধ আদালতের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক বিচারিক আদালতে পাঠাতে হবে।

মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত শুদ্ধি অভিযানের শিকার রোহিঙ্গা মুসলমানদের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Related posts

Leave a Comment