মিয়ানমারে রত্ন সংগ্রহকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ৫

মুক্তবার্তা ডেস্ক:  মিয়ানমারে উত্তরাঞ্চলে খনি বর্জ্য থেকে রত্ন পাথর সংগ্রহকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। এসব সংগ্রহকারীদের মূল্যবান পাথরের একটি খনিতে প্রবেশে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ হয়। মাল্টি বিলিয়ন ডলারের এ শিল্পখাতে এটি সর্বশেষ সংঘর্ষের ঘটনা। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানায়। খবর এএফপির।

মিয়ানমারের কাচিন রাজ্যের হপাকান্তে ‘১১১ কোম্পানি’ মালিকানাধীন একটি শিল্প প্লটে প্রবেশে প্রায় ৫০ জন সংগ্রহকারীকে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, সংঘর্ষ শুরু হওয়ার এক ঘণ্টা পর প্রায় ৬০০ লোক এসে পুলিশের ওপর হামলা চালায় এবং তাদের যানবাহনে আগুন ধরিয়ে দেয়।

খবরে বলা হয়, ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোয় তারা হামলাকারীদের ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ করে।

এতে আরো বলা হয়, সেখানে এ সংঘর্ষে পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচ পুলিশ সদস্য রয়েছে।

Related posts

Leave a Comment