মিয়ানমারে নৌ দুর্ঘটনায় নিহত ২০

মুক্তবার্তা ডেস্ক:মিয়ানমারের পশ্চিমাঞ্চলে শুক্রবার রাতে পোতাশ্রয়ের সঙ্গে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী নৌকা উল্টে গেলে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানান।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের পশ্চিমে বন্দর নগরী পাথেইনে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ৮০ জন যাত্রী ছিল। তারা একটি বিয়ের অনুষ্ঠান শেষে ফিরছিল।

আঞ্চলিক এমপি অং থু হুই শনিবার সকালে বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এই দুর্ঘটনায় ১৬ নারী ও ৪ পুরুষ প্রাণ হারিয়েছে। এখনো আনুমানিক ৯ জন নিখোঁজ রয়েছে।’ মিয়ানমারে প্রায়ই বড় ধরনের নৌ দুর্ঘটনা ঘটে। গত অক্টোবর মাসে এক নৌ দুর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীসহ ৭৩ জন প্রাণ হারায়।

Related posts

Leave a Comment