মুক্তবার্তা ডেস্ক: টেকনাফে ৮ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৪ নাগরিককে আটক করেছে র্যাব। আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শাহপরীর দ্বীপ সমুদ্র এলাকায় একটি মাছ ধরার ট্রলার থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রলারে থাকা মিয়ানমারের ৪ নাগরিককে আটক করা হয়েছে।”
উদ্ধারকৃত ইয়াবা সদর দপ্তরে জমা রাখা হয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ ইয়াবা পরিবহন ও অবৈধ অনুপ্রবেশের জন্য পৃথক মামলা করা হয়েছে।