মিশরে গির্জায় বিস্ফোরণে নিহত ১৩

মুক্তবার্তা ডেস্ক:মিশরের উত্তরাঞ্চলে কপটিক খ্রিষ্টানদের একটি গির্জায় বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

আজ রবিবার মিশরের রাজধানী কায়রোর উত্তরে তানতার সেন্ট জর্জ গির্জায় এই বিস্ফোরণটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এ ঘটনায় আরো অন্তত ৪০ জন আহত হয়েছে বলে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে।

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। গত কয়েক বছর ধরে মিশরের সংখ্যালঘু খ্রিষ্টানদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। গত বছরের ডিসেম্বরে কায়রোর এক কপটিক গির্জায় প্রার্থনা চলাকালীন এক বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছিল। সম্প্রতি কয়েক বছর ধরে সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে ২০১৩ সালে সেনা সমর্থিত সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই নির্যাতন আরও বেড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে আইএস আরও সংখ্যালঘু এই সম্প্রদায়টির ওপর আরো হামলা চালানোর ঘোষণা দেয়। মিশরের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ খ্রিষ্টান।

Related posts

Leave a Comment