‘মিলাই আমার ছেলেকে মারধর করতো’

মুক্তবার্তা ডেস্ক: মিলাকে মারধর ও যৌতুক চাওয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো মিলার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করালেন পারভেজের মা, অর্থাৎ মিলার শাশুড়ি।

একটি বেসরকারি টেলিভিশনে দেয়া বক্তব্যে মিলার শাশুড়ি বলেন, ‘পারভেজ নয়, বরং মিলাই আমার ছেলেকে নানা সময়ে মারধর করতো এবং বাজে ব্যবহার করতো। আমি তাকে অনেক বুঝিয়েছি।’

মিলা ক্ষমতার দাপট দেখাতো উল্লেখ করে পারভেজের মা বলেন, ‘তার (মিলা) বাবা কর্নেল। হেনতেন ইত্যাদি। সে আমার ছেলেকে কখনোই মানতো না। তারপরও আমরা সংসারটি টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, অনেক কিছু মুখ বুজে মেনেও নিয়েছি। তাছাড়া মিলা যে যৌতুকের অভিযোগ এনেছে সেটাও পুরোপুরি মিথ্যা।’ এদিকে যৌতুকের অভিযোগে রীতিমত অবাক পারভেজের এক সহকর্মীও। তিনি বলেন, ‘যে ছেলেটা বিমানের পাইলট। তার তো পাঁচ লাখ টাকা যৌতুকের প্রয়োজন পড়ে না। সে তো নিজেই অনেক টাকা ইনকাম করে। পারভেজের বিরুদ্ধে এসব অভিযোগের ব্যাপারে জানতে পেরে খুবই অবাক হয়েছি।’

গত ৫ অক্টোবর স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে থানায় মামলা করেন পপ গায়িকা মিলা। সেই মামলায় ৬ অক্টোবর গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে রয়েছেন পারভেজ। গেল সোমবার জামিন আবেদন করা হলে ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম শুনানি শেষে তা নামঞ্জুর করেন।

দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের ১২ মে পারিবারিকভাবে পারভেজ সানজারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিলা। বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনসে পাইলট হিসেবে কর্মরত আছেন পারভেজ সানজারি। এর আগে ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর ফাইটার পাইলট।

বিয়ের এক মাসের মধ্যেই দাম্পত্য জীবনে নেমে আসে কালো অন্ধকার। মিলা বলেন, ‘আমরা ১০ বছর সম্পর্কের পর বিয়ে করেছিলাম। কিন্তু মাত্র ১৩ দিনের মাথায় আমি জানতে পারি, তার একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে। আমাদের প্রেমের সময়গুলোতে সে ক্রমাগত আমার সঙ্গে প্রতারণা করেছে এমনকি আমাদের বিয়ের পরও একাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছে।’

গত মাসে মিলার ডিভোর্সের গুঞ্জন ছড়ায়। তখন বিষয়টি অস্বীকার করেছিলেন তিনি। পরে অবশ্য বলেন, ‘হ্যাঁ আমাদের ডিভোর্স হয়েছে।’

Related posts

Leave a Comment