মির্জাপুরে রোহিঙ্গা যুবক, চলছে ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া

মুক্তবার্তা ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে ললিত নামে এক রোহিঙ্গা যুবকের সন্ধান পাওয়া গেছে।  তার বাবার নাম তেরিন।  তার মাথায় এবং হাতে কিছু আঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে মির্জাপুর, ধামরাই, নাগরপুর থানার সীমান্ত ঘেরা বারিন্দা বাজারে স্থানীয়রা ওই যুবকের সন্ধান পায়। কাছাকাছি  হওয়ায় স্থানীয়রা ওই যুবককে রাত ৯টার দিকে মির্জাপুর থানায় হস্তান্তর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আনাইতারা ইউনিয়নের চরবিলসা গ্রামের রাজিব, আবু সাইদ, পিয়াসসহ কয়েকজন বারিন্দা বাজারে বসে গল্প করছিল। হঠাৎ কয়েকজন লোক এসে বলে বাজারে একজন রোহিঙ্গা এসেছে।  সাথে সাথে তারা গিয়ে অসুস্থ এক রোহিঙ্গা যুবককে পায়। ওই যুবকের সাথে থাকা আরও দুইজন পালিয়ে গেছে বলেও তারা জানতে পারেন। পরে রাত ৯টার দিকে রোহিঙ্গা ওই যুবককে মির্জাপুর থানায় হস্তান্তর করে তারা।

বারিন্দা বাজারে ওই যুবক স্থানীয়দের জানান, তারা একসাথে ১২ জন কক্সবাজার থেকে গাড়িতে উঠে ঢাকা আসেন।  ঢাকা থেকে তারা তিনজন এই এলাকায় আসেন।  তবে কে বা কারা তাদের নিয়ে এসেছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারেনি তিনি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, রোহিঙ্গা যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে মির্জাপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Related posts

Leave a Comment