মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

মুক্তবার্তা ডেস্ক: রাজধানীর মিরপুর মডেল থানার শেওড়াপাড়া এলাকায় আনিসুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের দূর সম্পর্কের ভাই মো. রবিউল ইসলাম বলেন, গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে আনিস শেওড়াপাড়া ইকবাল রোডে রুবেলের দোকানের সামনে দাঁড়িয়েছিল। সেসময় ২ জন মুখোশধারী লোক তাকে লক্ষ করে এলোপাথারি ভাবে গুলি করে পালিয়ে যায়।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১২টার  দিকে মিরপুর মিলিনিয়াম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথায়, বুকে ও ডান কানে গুলির চিহ্ন পাওয়া গেছে।

নিহত আনিসুর রহমান ইট, বালু ও মাটি সরবরাহকারী ব্যবসা করতেন। তিনি রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকায় বসবাস করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা আছে।

Related posts

Leave a Comment