মুক্তবার্তা ডেস্ক: হালের জনপ্রিয় সংগীতশিল্পী মিনারের নতুন গান ‘বন্ধু’। বন্ধু দিবস উপলক্ষ্যে গানটি প্রকাশ করা হয়েছে। গানটির কথা ও সুর করেছেন আরেক জনপ্রিয় শিল্পী জয় শাহরিয়ার।
গানটির লিরিক ভিডিও প্রকাশ পেয়েছে আজব রেকর্ডস এর ইউটিউব চ্যানেলে।
গান প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, বন্ধু নিয়ে এইটা আমার দ্বিতীয় গান। আগেরটা ছিলো আমার সর্বশেষ একক এ্যালবাম। এই গানটি করার পর আমার মনে হয়েছে গানটি মিনারের কন্ঠে সবচেয়ে ভালো মানাবে, তাই নিজের খুব প্রিয় গান হবার পরেও মিনারের কন্ঠে তুলে দিয়েছি গানটি। যেহেতু বন্ধু নিয়ে গান তাই প্রকাশ এর জন্য বন্ধু দিবস বেছে নিলাম।
এই প্রসঙ্গে মিনার বলেন, জয় ভাই আমার খুব কাছের ও প্রিয় বড় ভাই। ওনার গানও আমার খুব প্রিয়। এর আগে জয় ভাইয়ের সুরে ‘শতেক ভুল’ নামের একটি গান করলেও এই প্রথম ওনার লেখা ও সুরে কাজ করলাম। খুব ভালো লেগেছে গানটা করে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।