মিজু আহমেদের জানাজা সম্পন্ন

মুক্তবার্তা ডেস্ক:বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকাল ১০টায় পান্থপথ জামে মসজিদে প্রথম জানাজার পর বেলা ১১টায় এফডিসিতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান এফডিসির পেশ ঈমাম।

তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি কুষ্টিয়ার কোর্টপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।

এফডিসিতে জানাজার আগে জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদকে শেষবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জানান অভিনেতা ইলিয়াস কাঞ্চন, অমিত হাসান, ওমর সানী, আমিন খান, মিশা সওদাগর, টেলি সামাদ, সাইমন, জায়েদ খান, পরিচালক শেখ নজরুল ইসলাম, অহিদুজ্জামান ডায়মন্ড প্রমুখ।

জানাজার আগে পরিচালক শেখ নজরুল ইসলাম বলেন, ‘আমার হাত ধরে মিজু আহমেদ চলচ্চিত্রে এসেছিলেন। তার জানাজা পড়তে সত্যিই অনেক কষ্ট হচ্ছে।’মিজু আহমেদের ছেলে আশরাফুল আহমেদ জানান, তার বাবাকে কুষ্টিয়ায় দাদা-দাদির কবরের পাশে দাফন করা হবে।

মৃত্যুর সময় মিজু আহমেদের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।

Related posts

Leave a Comment