মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৪

মুক্তবার্তা ডেস্ক: বগুড়ায় কলেজছাত্রী ও তার মাকে মারধরের পর মাথার চুল কেটে দেয়ার ঘটনায় চারজন গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত মহিলা কাউন্সিলর। গ্রেফতারকৃত চারজনের মধ্যে কাউন্সিলরের ভগ্নিপতি তুফান মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে।

পুলিশ জানায়, শনিবার আসামিদের আদালতে তোলা হলে, কাউন্সিলরের ভগ্নিপতি তুফান মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেয়। পাশাপাশি মা-মেয়ের চুল ফেলে দেয়ার কথা স্বীকার করে জবানবন্দি দেয় অপর তিন আসামি।

এরআগে নির্যাতিতার মা বগুড়া শহরের চকসূত্রাপুর ওয়ার্ড কাউন্সিলর মারজিয়া হাসান রুমকিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শুক্রবার সকালে কাউন্সিলর রুমকি তার ভগ্নিপতি তুফানের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তোলে নির্যাতিতার বিরুদ্ধে। পরে মীমাংসার নামে শালিসি বৈঠক ডেকে নির্যাতিতা ও তার মাকে পিটিয়ে আহত করে এবং চুল কেটে দেয়।

Related posts

Leave a Comment