মা ভার্সেস বউ’ নুসরাত ফারিয়া

মুক্তবার্তা ডেস্ক: শোনা যাচ্ছে, ‘মা ভার্সেস বউ’ নামের একটি বড় বাজেটের অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন ‘আশিকী’ খ্যাত নায়িকা নুসরাত ফারিয়া। ১০ পর্বের এই অনুষ্ঠানটির প্রতি পর্বের দৈর্ঘ্য হবে ১৫ মিনিট। আর এর খরচ প্রায় তিন কোটি টাকা। অনুষ্ঠানটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু। আগামী ১৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এফডিসিতে অনুষ্ঠানটির টানা শুটিং হবে।

এ ব্যাপারে নায়িকা বলেন, ‘অনুষ্ঠানটি দারুণ মজার হবে। তাছাড়া আয়োজনও বড়। ১০ পর্বের এই অনুষ্ঠানের বাজেট প্রায় তিন কোটি টাকা। বুঝতেই পারছেন, সাধারণ কোনো অনুষ্ঠান নয়। একেবারে অন্য রকম ভাবনা। এমন অনুষ্ঠান আগে কখনো হয়নি। সবকিছু দেখে তাই রাজি হয়ে গেলাম।’

ফারিয়া আরও বলেন, ‘জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে আমার পাঁচ বছরের চুক্তি আছে। তাদের অনুমতি নিয়েই কাজটি করছি। এ ধরনের মজার কাজ পেলে নিয়মিত উপস্থাপনা করব।’তবে ‘মা ভার্সেস বউ’অনুষ্ঠানের ভাবনা সম্পর্কে কিছু বলেননি তিনি। শুধু বলেছেন, অনুষ্ঠানের প্রতিটি পর্বে একজন অতিথির সঙ্গে মা আর তাঁর ছেলের বউ অংশ নেবেন। সেখানে তাঁদের নিয়ে পরিকল্পনা সাজানো হয়েছে। ’

Related posts

Leave a Comment