মুক্তবার্তা ডেস্ক:কিপিং ছেড়েছেন মুশফিকুর রহিম। আসন্ন শ্রীলঙ্কা টেস্টে গ্লাভস হাতে উইকেটের পেছনে দেখা যাবে না মুশফিককে। তবে ব্যাটিং অর্ডারে ছয় নম্বরের জায়গাটা ছেড়ে প্রমোশন হল এই টাইগার দলনেতার। কিন্তু বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার নিয়ে মাহমুদুল্লাহ-মুশফিকের মধ্যে জমে উঠেছে মধুর এক লড়াই।
সাধারণত চার নম্বর জায়গাটা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। কিন্তু মুশফিক সেখানে ব্যাট করার কথা বলায় রিয়াদকে স্থানটা ছেড়ে দিতে হচ্ছে। বলা যায়, মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাটা চলে গেল মুশফিকের দখলে।
বাংলাদেশের অন্যতম সেরা উইকেটরক্ষক ধরা হয় মুশফিককে। এককথায় স্ট্যাম্পিং শিকারি তিনি। এখন পর্যন্ত ২৭৪ ম্যাচ থেকে ৭৩ স্ট্যাম্পিং করেছেন মুশফিক। আর খালেদ মাসুদের স্ট্যাম্পিং সংখ্যা ৩৫টি। ডিসমিসাল ১২৬ ও এবং ৯১টি ক্যাচ। তালিকার শীর্ষে রয়েছেন কুমার সাঙ্গাকারা।
২০০৫ সালে ক্রিকেটে নাম লেখান মুশফিক। সাদা পোশাক জড়িয়ে বাংলাদেশের হয়ে ৫২ ম্যাচ খেলে ৩০৭২ রান করেছেন তিনি। ওডিআইতে খেলেছেন ১৬৫টি ম্যাচ। করেছেন ৪১১৮ রান। আর টি-টোয়েন্টিতে ৫৭ ম্যাচে ৭০৩ রান ঝুলিতে পুরেছেন এই ২৯ বছর বয়সী টাইগার ক্রিকেটার। তিন ফরমেট মিলিয়ে ৩৯টি অর্ধশতক এবং ৯টি শতক করেছেন মুশফিক।