মুক্তবার্তা ডেস্ক:অর্জুন কাপুরের সাথে মালাইকা অরোরার সম্পর্ক নিয়ে এত দিন কানাঘুষা ছিল, শেষ পর্যন্ত এর অবসান হলো। মুখ খুলতে একরকম বাধ্যই হলেন মালাইকা। সুজান খান, বিপাশা বসুর সঙ্গে এক অনুষ্ঠানে এই অপ্রীতিকর প্রশ্নের মুখে পরতে হয় তাকে। রীতিমত রেগে গিয়ে ওই সাংবাদিককে প্রাসঙ্গিক প্রশ্ন করতে বলেন।
তিনি তখন বলেন, ‘সিরিয়াসলি? আমাদের নিয়ে কথা বলুন। আমরা তিন জন স্বাধীনভাবে বিস্ময়কর এবং আশ্চর্যজনক নারী এখানে, এই নিয়ে কথা বলুন। আপনি কেন সত্য কথা বলবেন না যখন আমরা সাক্ষাৎ করি, সব কি ঘটে? সবাই খুশি, হাসছে এবং আমাদের কথা বলছে। এসব নিয়ে বলুন। আমি মনে করি এটা আরো আকর্ষণীয়। ঠিক? গল্প করার কি দরকার’।
গুজব বলছে মালাইকা অর্জুনের সম্পর্ক গত বছরের মে মাস থেকে শুরু হয়েছে। দু’জনকে প্রায়ই এক জায়গায় দেখা যায়। সেখানে তাদের সচেতন ভাবে একসাথে ক্লিক না করার জন্য প্রচেষ্টা চালাতেও দেখা যায়।
সম্প্রতি নাচ বালিয়ে সিজন-৮ এ অর্জুন কাপুর ও শ্রদ্ধা কাপুর এসেছিলেন। তাদের ছবি ‘হাফ গার্লফ্রেন্ড’ এর প্রমোশনে। সেখানে সোনাক্ষি সিনহার অনুপস্থিতে মালাইকা অরোরাকে অতিথি বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। দুজনেই সেখানে কেবল মাত্র আনন্দের বিষয়গুলো শেয়ার করেছেন। বাকি সময় কথা বলা থেকে বিরত থেকেছেন সতর্ক ভাবে।
অন্য দিকে অনেকে বলছে আরবাজ খানের সাথে ১৮ বছরের দাম্পত্য জীবন অবসানের কারণ অর্জুন কাপুর হতে পারে। গত বছরের মার্চে এই জুটি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়।