মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

মুক্তবার্তা ডেস্ক:বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, দেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। কারণ শেখ হাসিনা দেশকে পাল্টে দিয়েছেন। তিনি আমাদেরকে ভিক্ষুকের জাতির বদনাম ঘুচিয়ে ভিক্ষাদাতা দেশে পরিণত করেছেন। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মানুষ এখন ভালো আছে।

শনিবার জামালপুর শহর বাইপাস সড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৮ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৬ কিলোমিটার বাইপাস সড়কের কাজটি বাস্তবায়ন করে জামালপুর সড়ক ও জনপথ বিভাগ। বাইপাস সড়কটি বাস্তবায়ন হওয়ায় একদিকে যেমন জামালপুর শহরের যানজট কমবে অন্যদিকে জেলার ৪টি উপজেলাসহ বগুড়া, কুড়িগ্রামসহ উত্তরের বেশকটি জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সহজ হবে।

Related posts

Leave a Comment