মানবসেতুতে হাঁটা চেয়ারম্যানের জামিন বাতিল

বিশেষ প্রতিনিধি: স্কুল শিক্ষার্থীদের দিয়ে তৈরি মানবসেতুর ওপর দিয়ে হাঁটা সেই চেয়ারম্যানের জামিন বাতিল করে আসছে ৪ সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারী চলতি বছরের ৩০ জানুয়ারি হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যান।এই ঘটনা সারাদেশে নিন্দা ও সমালোচনার ঝড় তোলে।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. শাহরিয়ার কবির ও সারওয়ার হোসেন। হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম।

হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারীকে দেয়া জামিনের আদেশ বাতিল চেয়ে স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক হাইকোর্টে আবেদন করেন। শুনানি নিয়ে ২৫ এপ্রিল হাইকোর্ট রুলসহ আদেশ দেন। রুলে মানবসেতুতে হাঁটা চেয়ারম্যানের জামিন কেন বাতিল হবে না তা জানতে চাওয়া হয়।

Related posts

Leave a Comment