মুক্তবার্তা ডেস্ক:মাগুরা প্রেসক্লাবের সভাপতি শরীফ আমিরুল হাসান বুলু আর নেই। শনিবার দুপুরে মস্তিস্কে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শরীফ আমিরুল হাসান বুলু মাগুরা প্রেসক্লাবে অসুস্থ্য হয়ে পড়লে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীফ আমিরুল হাসান বুলু ১৯৭৫ সালে দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। সর্বশেষ তিনি দৈনিক যুগান্তর, বাংলাভিশন ও বাংলাদেশ বেতারের মাগুরা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমান কমিটিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মাগুরা থেকে প্রকাশিত ‘দৈনিক মাগুরা বার্তার’সম্পাদকও ছিলেন তিনি।
শনিবার রাত ৯টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে তার নামাজে জানাজা শেষে পৌর কবর স্থানে দাফন করা হয়।