মহিউদ্দিন-নাছিরের কর্মসূচি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা

মুক্তবার্তা ডেস্ক:নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী সোমবার বিকালে নগরীর লালদীঘি ময়দানে সমাবেশ করবেন। অপরদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারীরা একই সময়ে নগরীর ৪১ ওয়ার্ডে সমাবেশ করছেন।

সম্প্রতি নগরীতে মৎস্য অবতরণ কেন্দ্র স্থানান্তর নিয়ে লালদিঘী ময়দানে সমাবেশের ডাক দেয় মহিউদ্দিন অনুসারী সোনালী মৎস্যজীবী সমবায় সমিতি। তবে ওই সমাবেশ নিজেই ডেকেছেন বলে সাংবাদিকদের জানান মহিউদ্দিন চৌধুরী।

গত শনিবার নগরীর চশমা হিলে নিজের বাসভবনে পারিবারিক মেজবানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, চট্টগ্রামের স্বার্থের পরিপন্থী কাজ যেই করুক, সে আমার ছেলে হোক বা আমার বন্ধু হোক, আমার পিতা হোক, আমি প্রতিবাদ করবো।

সমাবেশ থেকে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধিরও প্রতিবাদ করা হবে বলে জানান আওয়ামী লীগের এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি বলেন, লালদীঘির মাঠের সভা মূলত তিনিই ডেকেছেন। কথা একটাই-অযোগ্য-অথর্ব লোক চট্টগ্রামবাসী চায় না।

মহিউদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে আমি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগকে তৈরি করেছি। চট্টগ্রামে রাজনীতির ক্ষেত্র তৈরি করেছি। আজ যে যা ইচ্ছা তাই করে চট্টগ্রামে আওয়ামী লীগকে ধ্বংস করার চক্রান্ত করছে। আমি বঙ্গবন্ধুর কর্মী। অন্যায়কে জীবনে প্রশ্রয় দিইনি। আগামীতেও যারা অন্যায় করছে, দলের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।

Related posts

Leave a Comment