‘মহামারির’ রূপ নিয়েছে চিকুনগুনিয়া

মুক্তবার্তা ডেস্ক:সম্প্রতি ঢাকায় চিকনগুনিয়া নামের ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে। ক্রমেই এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এই রোগ মহামারি আকারে ছড়াচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ‘চিকুনগুনিয়া’ শব্দটি ইতোমধ্যে এতটাই পরিচিতি লাভ করেছে যে, কারো স্বাভাবিক জ্বর হলেও অন্যরা রসিকতা করে বলে বসে তোমার চিকুনগুনিয়া হয়েছে নাকি!

রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে ডাক্তারদের সাথে কথা বলে জানা যায় প্রতিদিনই বাড়ছে চিকুনগুনিয়া রোগীর সংখ্যা। মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এ মান্নান বলেন, ‘প্রতিদিনই চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এইতো কয়দিন আগে এক পরিবারের কাজের মেয়ের চিকুনগুনিয়া হয়, এর কয়েকদিন পরেই দেখা যায় পুরো পরিবারের সবার চিকুনগুনিয়া হয়েছে। প্রতিদিনই আমার কাছে কম হলেও পাঁচজনের মতো চিকনগুনিয়া রোগী আসছে।’

Related posts

Leave a Comment