মহাখালীতে পরিত্যাক্ত অবস্থায় মার্সিডিজ গাড়ি উদ্ধার

মুক্তবার্তা ডেস্ক:রাজধানীর মহাখালী এলাকায় পরিত্যাক্ত অবস্থায় একটি মার্সিডিজ গাড়ি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সদস্যরা।

আজ মঙ্গলবার দুপুরে মহাখালী ডিওএইচএস এলাকায় পরিত্যাক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক ফেরদৌসি মাহবুব বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের একটি দল মহাখালী ডিওএইচএস ১৯/সি নম্বর রোডের ২৮৮ নম্বর বাড়ির সামনে পার্কিং করা অবস্থায় গাড়িটি উদ্ধার করেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, ওই বাড়ির মালিক এসকে আবু বারেক। তার ছেলে এরিক মোরশেদ গাড়িটির মালিক। ঢাকা মেট্রো ঘ ১৪-৪৭২৭ নম্বরের গাড়িটির রেজিস্ট্রেশন নম্বরটি ভূয়া বলে জানিয়েছেন বিআরটিএ।

Related posts

Leave a Comment