মস্তিষ্ক নিয়ন্ত্রিত কম্পিউটার আনছে ফেসবুক

মুক্তবার্তা ডেস্ক:পৃথিবীর শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মস্তিষ্ক নিয়ন্ত্রিত কম্পিউটার আনতে কাজ করছে। ক্যালিফোর্নিয়ায় সফটওয়্যার নির্মাতাদের এক সম্মেলনে তেমনটিই ধারণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফেসবুক জানিয়েছে, চিন্তা নিয়ন্ত্রিত এই কম্পিউটার তৈরির জন্য ষাট জন গবেষকদের একটি দল এ নিয়ে কাজও শুরু করে দিয়েছে।

সম্মেলনে ফেসবুক জানিয়েছে, শুধু চিন্তা করে কিংবা স্পর্শ করেই মানুষ একে অন্যের সাথে যোগাযোগ করতে পারবে। পরস্পরের সাথে যোগাযোগের এখনকার মতো লেখালেখি কিংবা কথা বলার প্রয়োজনই হবেনা। মানুষের মস্তিষ্ক পড়তে সক্ষম কিংবা স্পর্শ বুঝতে সক্ষম প্রযুক্তি নিয়ে আসবে ফেসবুক।

ফেসবুক মূলত চেষ্টা করছে মানুষের মস্তিষ্ক পড়তে সক্ষম হবে এমন প্রযুক্তি উদ্ভাবনের। প্রতিষ্ঠানটি বলছে মস্তিষ্ক নিয়ন্ত্রিত কম্পিউটার যোগাযোগই একসময় সাধারণ যোগাযোগ মাধ্যমে পরিণত হবে। আর এ প্রযুক্তির মাধ্যমে বিশেষ ভাবে উপকৃত হবে যারা দৃষ্টি শক্তিহীন তারা। তখন তারা টাইপ না করেই লিখতে পারবে, এমনটি অন্যের কাছে পাঠাতে পারবে।

Related posts

Leave a Comment