মদিনায় মসজিদে নববী পরিদর্শন করতে গিয়ে সাকিব-অনন্তর দেখা পেলেন নাফিস

মুক্তবার্তা ডেস্ক: পরিবার নিয়ে ১৬ই ডিসেম্বর ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন ক্রিকেটার শাহরিয়ার নাফিস। আর মদিনায় গিয়েই পেলেন চমক।
মদিনায় মসজিদে নববী পরিদর্শন করতে গিয়ে দেখা পেয়ে যান সাকিব আল হাসানের। শুধু সাকিবই নয়, অভিনেতা অনন্ত জলিলকেও সেখানে পেয়ে গেলেন।
মসজিদে নববীর উত্তর গেইটে মহানবী (সঃ) এর রওজা শরীফের কাছে জমে উঠে তাদের আলোচনা।
নাফিস ১৬ই ডিসেম্বর বাংলাদেশ থেকে সৌদি আরবে উড়াল দিয়েছেন। সাকিব সৌদির বিমান ধরেছেন ১৭ ডিসেম্বর দুবাইয়ে টি-টেন লিগ খেলে। আর অনন্ত জলিলতো ঘোষণা দিয়েই গিয়েছেন ওমরাহ পালন করতে।

Related posts

Leave a Comment