মুক্তবার্তা ডেস্ক: শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। রঙ-তুলির আঁচড়, সাজ-সজ্জা, প্যান্ডেল নির্মাণের কাজও শেষ প্রায়। হাঁকডাক আর পূজার বেচাকেনায় জমজমাট দোকানপাট, সস্তুষ্ট ক্রেতা-বিক্রেতারাও। এদিকে ষষ্ঠী পূজো থেকে সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।
নীল আকাশে ভাসছে সাদা মেঘ, প্রকৃতিতে শরৎ। আর চারিদিকে শারদীয় পূজা উদযাপনের ব্যস্ততা। দেবীপক্ষের পর থেকেই চলছে ক্ষণ গণনা। ব্যস্ততা আর প্রতীক্ষাও তাই সার্বজর্নীন। কোথাও করাত- হাতুড়ি গড়ছে প্যাণ্ডেল, কোথাও রঙ তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে জগজ্জননী। হাতে হাতে গড়ে উঠছে সম্প্রীতির বন্ধন।
বড় বড় মণ্ডপ থেকে পাড়ার পূজা, সবখানেই দেবীবরণের জোর তোড়জোড়। জমজমাট এ উৎসবকে ঘিরে হাঁক ডাকে তাই কম যান না বিক্রেতারা। ক্রেতারাও ব্যস্ত শেষ সময়ের কেনাকাটায়। সিংহবাহিনীর কাছে শান্তি স্বস্তি আর সমৃদ্ধির কামনা ভক্তদের।
এদিকে ষষ্ঠী পূজো থেকে সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনে শুধু পূজার চারটি দিন নয়, সারা বছরই সৃষ্টিকুল শান্তিতে থাকুক, সুখে থাকুক এমনটাই প্রার্থনা সবার।