মুক্তবার্তা ডেস্ক:মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় চার জন আহত হয়েছেন। শনিবার সকালে মঠবাড়িয়া-তুষখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- তৌফিক, গোলোনুর বেগম, সেতারা বেগম, হাফেজ আব্দুস সালাম। গুরুতর আহত তৌফিককে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সালাম উপজেলার বেতমোর গ্রামের মৃত্যু মমিন উদ্দিন সুফির ছেলে। স্থানীয়রা জানায়, উপজেলার তুষখালী বন্দর থেকে মাহেন্দ গাড়িতে নিহত ও আহতরা মঠবাড়িয়া বাজারে আসছিলেন। এ সময় তুষখালী কলেজের তপনের বাড়ির সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মঠবাড়িয়া বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুস সালাম নিহত এবং চার জন আহত হন।