মঙ্গল শোভাযাত্রায় কোনো ধরনের মুখোশ না পরতে আহ্বান

মুক্তবার্তা ডেস্ক:পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় কোনো ধরনের মুখোশ না পরতে আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। একই সঙ্গে বর্ষবরণের অনুষ্ঠানে ইভটিজিং প্রতিরোধেও বিশেষ টিম থাকবে বলে জানান তিনি।

বাংলা নববর্ষ উপলক্ষে রোববার ডিএমপি সদরদফতরে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে তিনি এ কথা বলেন।

ডিএমপি সূত্র বলছে, আগামী ১৪ এপ্রিল ঢাকাসহ সারাদেশে পহেলা বৈশাখ উদযাপন হবে। সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ ও নারী লাঞ্ছনার ঘটনা মাথায় রেখে এবারের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে।

আছাদুজ্জামান মিয়া বলেন, আসন্ন বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ‘পহেলা বৈশাখ ১৪২৪’ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এবং নিরাপদে উদযাপনের লক্ষ্যে ডিএমপি ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে।

‘এরই অংশ হিসেবে নগরবাসীকে বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রায় কোনো ধরনের মুখোশ, ব্যাগ, পোটলা, ছাতা, আগ্নেয়াস্ত্র, চাকু, ছুরি ইত্যাদি নিয়ে না আসার জন্য আহ্বান জানাচ্ছি।’

Related posts

Leave a Comment