মগবাজার–মৌচাক ফ্লাইওভার: সোনারগাঁও অংশের উদ্বোধন

মুক্তবার্তা ডেস্ক:মগবাজার-মৌচাক সমন্বিত উড়ালসড়কের (ফ্লাইওভার) হাতিরঝিল-সোনারগাঁও হোটেল অংশটির উদ্বোধন করা হয়েছে আজ বুধবার। পরে এই অংশটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উড়ালসড়কের এই ৪৫০ মিটার অংশটি উদ্বোধন করেছেন।

এই লুপটি দিয়ে কেবল একমুখী চলাচল করা যাবে। উড়ালসড়কের রমনা (মগবাজার) প্রান্ত থেকে উঠে হাতিরঝিল বরাবর এসে এই লুপ দিয়ে সোনারগাঁও হোটেলের কাছে নামা যাবে।

প্রকল্পের পরিচালক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জ্যেষ্ঠ নির্বাহী প্রকৌশলী সুশান্ত কুমার পাল মঙ্গলবার বলেন, হাতিরঝিল-সোনারগাঁও লুপের নির্মাণকাজ গত মাসে শেষ হয়। উদ্বোধনের পর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

এলজিইডির দায়িত্বশীল সূত্র জানায়, সঠিক পরিকল্পনা না করে নির্মাণকাজ শুরু করায় এই প্রকল্পের সোনারগাঁও প্রান্তের লুপটি ভেঙে দৈর্ঘ্য বাড়াতে হয়েছে। আগে দৈর্ঘ্য ছিল ২০০ মিটার। এখন হয়েছে ৪৫০ মিটার। এফডিসির পাশে রেলগেটের পূর্ব প্রান্তের কাজ প্রায় শেষ করে আনা হয়েছিল। পরে পর্যালোচনায় দেখা যায়, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (এফডিসি) পার্শ্ববর্তী রেলগেটের ওপর দিয়ে যদি দৈর্ঘ্য আরেকটু বাড়ানো যায়, তবে যানজট এড়ানোসহ উড়ালসড়ক নির্মাণের মূল উদ্দেশ্য সফল হবে। তবে সময়মতো কাজটি না করায় প্রকল্পের ব্যয় ও জনদুর্ভোগ দুই-ই বাড়ে। ব্যয় বাড়ে প্রায় ৫০ কোটি টাকা।

Related posts

Leave a Comment