মগবাজার-মৌচাক উড়ালসড়ক আজ খুলছে

মুক্তবার্তা ডেস্ক: আজ পুরোপুরি খুলছে রাজধানীর মগবাজার-মৌচাক উড়ালসড়ক। উড়ালসড়ক উদ্বোধনকালে যানজটের আশঙ্কা থাকায় বিকল্প সড়ক ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন ডিএসসিসি’র মেয়র।

আজ বৃহস্পতিবার ২৬ অক্টোবর বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উড়ালসড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের জন্য মৌচাক মোড়ে অস্থায়ী একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন। পরে সেখানে মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। এ কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীবাসীকে মগবাজার থেকে মৌচাক সড়কটি এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

সাঈদ খোকন বলেন, শহরের বিভিন্ন স্থান থেকে নানা ব্যক্তি ও সংগঠনের লোকজন মৌচাকের অস্থায়ী মঞ্চে আসবেন। এতে যান চলাচলে কিছুটা বিঘ্ন হতে পরে। তাই এই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি। তবে দুপুর দুইটার পর এই সড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে।

ডিএসসিসি’র মেয়র বলেন, এই উড়ালসড়কটি নির্মাণের সময় নাগরিকদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এখন উদ্বোধনের কারণে সেই কষ্ট লাগব হবে। অল্প সময়ে শান্তিনগর থেকে রামপুরা, রাজারবাগ থেকে নিউ ইস্কাটন, হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাত রাস্তা ও কারওয়ান বাজার পর্যন্ত যাতায়াত করা যাবে। এ ছাড়া উড়ালসড়কের নিচের সব রাস্তা সংস্কার করা হয়েছে। এতে যাতায়াতে মানুষের মনে স্বস্তি ফিরবে।

Related posts

Leave a Comment