মুক্তবার্তা ডেস্ক:ব্যারিস্টার মওদুদ আহমদের নাইকো দুর্নীতি মামলা নিয়ে জারি করা রুল খারিজ করে দেয়া হাইকোর্টের আদেশের স্থগিতাদেশের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
একইসঙ্গে এই সময়ের মধ্যে মওদুদকে নিয়মিত (লিভ টু) আপিল করতে বলা হয়েছে।
মওদুদের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার মামলার কার্যক্রম আরও এক সপ্তাহ স্থগিত করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।