মুক্তবার্তা ডেস্ক:কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এবার ভোট গণনা ও ফলাফলের পালা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লা সরকারি সিটি কলেজ (কমার্স কলেজ নামে পরিচিত) কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল ভোট স্থগিতের এ নির্দেশ দেন।
এছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে সব কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
দুপুরে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, ‘ভোটের অর্ধেক সময় পার হয়েছে। এ পর্যন্ত যে খবর পেয়েছি, উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। এবার কুমিল্লায় ৭৫ থেকে ৮০ শতাংশ ভোট পড়তে পারে।’
তিনি আরও জানান, ১০৩টি কেন্দ্রের মধ্যে একটির বাইরে ককটেল বিস্ফোরণের পর সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বাকি সব কেন্দ্রে ভোট শান্তিপূর্ণভাবে চলছে।
কুমিল্লা সিটিতে এবার মোট ভোটার দুই লাখ ৭ হাজার ৫৬৬। মেয়র পদের জন্য চারজন, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৪ জন এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।