ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গা, নিহত ৩৭

মুক্তবার্তা ডেস্ক: ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলের একটি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। দেশটির আইন কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দাঙ্গার পর কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীর সদস্যদের আমাজোনাস প্রদেশের রাজধানী পুয়ের্তো আয়াকুচোতে পাঠানো হয়েছে।

প্রাদেশিক গভর্নর লিবোরিয়ো গুয়ারুলা এই দাঙ্গাকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, তারা কয়েক ঘণ্টা ধরে গোলাগুলির শব্দ শুনেছেন। দেশটির আইন কর্মকর্তারা বলছেন, কারাগারে সংঘঠিত দাঙ্গায় ১৪ জন কর্মকর্তা আহত হয়েছেন।

কারাগার পর্যবেক্ষণকারী দুটি গোষ্ঠী জানিয়েছে, নিহত ৩৭ জনের সবাই কয়েদি। দাঙ্গার সময় কারাগারটিতে মোট ১০৫ জন কয়েদি ছিলেন। ভেনেজুয়েলার কারাগারগুলোয় জনশক্তির ঘাটতি রয়েছে।

Related posts

Leave a Comment