মুক্তবার্তা ডেস্ক: সিলেটের কানাইঘাটে নদী তীর থেকে পাথর তুলতে গিয়ে ভূমিধসে ছয়জনের মৃত্যুর ঘটনায় মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপ-পরিদর্শক রাজীব মন্ডল বাদী হয়ে কানাইঘাট থানায় মামলাটি করেছেন বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। মামলায় আটজনকে আসামি করা হয়েছে।
এসপি মনিরুজ্জামান বলেন, মামলায় ভূমিমালিক ও স্থানীয় লোকজনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ আনা হয়েছে। তবে গ্রেপ্তারের স্বার্থে আসামিদের নাম এই মুহুর্তে প্রকাশ করছে না পুলিশ।