মুক্তবার্তা ডেস্ক:এসএসসি পরীক্ষায় ‘ভুয়া’ প্রশ্নপত্র সরবরাহে জড়িত থাকার অভিযোগে আটজনকে দেশের বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান ওই চক্রের আট সদস্যকে গ্রেপ্তারের কথা জানান।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
চলতি বছর এসএসসিতে বিভিন্ন পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া এসব প্রশ্নের মিলও থাকছে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ‘ভুয়া’ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকায় ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।