ভিশন ২০৩০ চূড়ান্ত কিছু নয়: ফখরুল

মুক্তবার্তা ডেস্ক:বেগম খালেদা জিয়া রাষ্ট্রপরিচালনায় তার দেয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিশন-২০৩০ তে যেসব বিষয়ের উল্লেখ করেছেন, তা চূড়ান্ত কিছু নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে অনেক কিছু যোগ-বিয়োগ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপি মহাসচিব এ কথা বলেন। ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির প্রতিষ্ঠাতা আবদুল মতিনের ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

গত ১০ মে খালেদা জিয়া তার ভিশন ২০৩০ ঘোষণার পর থেকেই এর সমালোচনা করছে আওয়ামী লীগ। একে আওয়ামী লীগ ঘোষিত ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ এর নকল বলে আখ্যায়িত করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, আওয়ামী লীগ যেখানে ভিশন ২০৪১ নিয়ে কাজ করছে, সেখানে বিএনপি নেত্রী দেশকে ১০ বছর পিছিয়ে দেয়ার চক্রান্ত করছেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির ভিশন-২০৩০ এ যা বলা হয়েছে, তাই যে হবে- এটা কিন্তু দলের চেয়ারপারসন খালেদা জিয়া বলেননি। আলোচনার মাধ্যমে এই ভিশনের সংযোজন বিয়োজন করা হবে।’

সম্প্রতি ঘোষিত বিএনপির ভিশন-২০৩০ নিয়ে আওয়ামী লীগের নেতারা কুতর্ক করছে- এমন দাবিও করেন ফখরুল। তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতারা আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে ভিশন নিয়ে বিভিন্ন কথা বলে জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন।’

Related posts

Leave a Comment