নড়াইল প্রতিনিধি: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলাকালে নড়াইলের লোহাগড়া উপজেলায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার (৫ জুলাই) ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ার কিছু সময় পর ঘুমন্ত অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে দাবি করেছেন পরিবার।
এই মৃত্যুর জন্য নুরীল কাজি লাবীব নামের শিশুটির অভিভাবক ভিটামিন এ প্লাস ক্যাপসুলকে দায়ী করেছেন। যদিও স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা সম্ভব নয়। মৃত নুরীল কাজি লাবীব লাহুড়িয়া গ্রামের তালুকপাড়ার মালয়েশিয়া প্রবাসী মান্নান কাজির ছেলে।
তার মৃত্যুর ঘটনায় নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক আসাদুজ্জামান মুন্সি টনির নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
কমিটির অন্য দুই সদস্য হলেন- লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুল হাসনাত। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, রোববার সকালে নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুজলকুমার বকসীর নেতৃত্বে শিশুটির মরদেহের ময়নাতদন্ত হয়েছে।