‘ভারত বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে নয়’

মুক্তবার্তা ডেস্ক: রোহিঙ্গা সংকটে ভারত বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে নয় বলে দাবি করেছেন দেশটিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। তিন দিনের রাষ্ট্রদূত সম্মেলনে যোগ দিতে আসা মোয়াজ্জেম বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনেও ভারতের সহযোগিতা পাওয়ার চেষ্টা করছেন তারা।

সৈয়দ মোয়াজ্জেম আলী ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাসে কর্মরত ছিলেন। ওই সময় তিনি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্যের ঘোষণা দেন এবং ওয়াশিংটনে অস্থায়ী বাংলাদেশ সরকারের দূতাবাস প্রতিষ্ঠা করেন।

মোয়াজ্জেম আলী ১৯৬৮ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি ভুটান, ইরান ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। ওয়াশিংটন, ওয়ারশ, জেদ্দার পাশাপাশি নয়াদিল্লি মিশনেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০০১ সালে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালনের পর অবসরে যান এই কূটনীতিক। ২০১৪ সালের অক্টোবরে তিন বছরের চুক্তিতে হাইকমিশনার পদে নিয়োগ পান এই  কূটনীতিক।

Related posts

Leave a Comment