মুক্তবার্তা ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। ম্যাচটিতে খেলবেন না ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও অলরাউন্ডার যুবরাজ সিং। তবে, আগামী ৩০ মে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তারা খেলবেন।
যুবরাজ সিং ভাইরাস জ্বরে ভুগছেন। আর রোহিত শর্মা আজ দলের সঙ্গে যোগ দিবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘যুবরাজের স্বাস্থ্যগত বিষয় নিয়ে গুরুতর কোনও সমস্যা নেই। তিনি দ্রুত সেরে উঠছেন’।
টিম ম্যানেজমেন্টের কাছ থেকে রোহিত শর্মা পরিবারের একটি বিবাহ অনুষ্ঠানে অংশ নিতে শনিবার ছুটি নিয়েছিলেন। আজ তার দলের সঙ্গে যোগ দেয়ার কথা।
কেনিংটন ওভালে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলে ভারতীয় দল চলে যাবে বার্মিংহামে। আগামী ৪ জুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে তারা।