মুক্তবার্তা ডেস্ক: দেশে ফিরছেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের বান্ধবী রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুর। কেন হঠাৎ করেই তার রোমানিয়ায় ফিরে যাওয়া তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে।
অনেকে মনে করছেন সালমান তাকে সময় দিতে পারছেন না বলেই কি কোনো সমস্যা তৈরি হয়েছে দুজনের মধ্যে! তবে নিন্দুকদের জল্পনায় অবশ্য জল ঢেলেছেন লুলিয়া নিজেই।
রোমানিয়ার এই মডেল-অভিনেত্রী জানিয়েছেন, অন্য কিছু নয়, ভিসা শেষ হয়ে যাওয়াতেই তাকে দেশে ফিরতে হচ্ছে। ইনস্টাগ্রামে লুলিয়া লিখেছেন, কখনও কখনও কোনো রাস্তাই থাকে না। আপানাকে নিয়ম মেনে চলতেই হয়। ভিসা শেষ হয়ে গেছে, তাই ফিরতেই হচ্ছে।
গত দুবছর ধরে জোর জল্পনা, লুলিয়ার সঙ্গে ডেট করছেন সালমান। ভাইজানের পারিবারিক অনুষ্ঠানেও দেখা গিয়েছে লুলিয়াকে। তবে কয়েক মাস ধরে টাইগার জিন্দা হ্যায় ছবির রিলিজ ও বিগ বস নিয়ে ব্যস্ত থাকায় লুলিয়াকে সময় দিতে পারছিলেন না সালমান। ফলে লুলিয়াকে সালমানের এড়িয়ে চলার জল্পনা আরো বেশি শক্তিশালী হয়েছিল। এবার তার সমাপ্তি ঘটল।