মুক্তবার্তা ডেস্ক:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন, ‘আমাদের মূলত প্রয়োজন প্রয়োজন তিস্তার পানি। কিন্তু সে বিষয়ে ভারত একটুও ছাড় দিচ্ছে না। মমতা গতকালও বলেছেন, তিস্তার পানির কোনো ভাগ দেয়া হবে না। তিনি বিকল্প উপায় দেখিয়ে শুভঙ্করের ফাঁকি দিয়েছেন। অথচ আমাদের প্রধানমন্ত্রী সবকিছু দিয়ে দিলেন।’
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
‘তিস্তার পানি বণ্টন নিয়ে বিএনপি প্রয়োজনে আন্তর্জাতিক ফোরাম দাবি জানাবে’ জানিয়ে তিনি বলেন, ‘তিস্তার যে প্রবাহ সেখান থেকে হিসাব করে আমাদের পানি দিতে হবে। আমরা এক বালতি পানিও কম নেবো না।’
এ সময় ভারতের সঙ্গে করা সমস্ত চুক্তি ও সমঝোতা স্মারক জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছেন রিজভী।