মুক্তবার্তা ডেস্ক: জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের একটি বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার ভোর রাতে ৪ সন্ত্রাসী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ক্যাম্পে ঢুকে নিজেদের উড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে এ হামলায় চালায়।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ভোর পৌনে ৪টার দিকে তিন অথবা চার জন আত্মঘাতী এ হামলা চালায়। এ সময় সেখানে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই হামলায় ১ সন্ত্রাসী নিহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, প্রাথমিক তথ্যমতে এ ঘটনায় বিএসএফের এক অফিসার ও দুই জওয়ান আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরো বেশি হতে পারে।
শ্রীনগর বিমানবন্দর-লাগোয়া বিএসএফের ১৮২ ব্যাটালিয়নের ক্যাম্পের হামলার পর সেখানে সামরিক হেলিকপ্টার উড়তে দেখা গেছে। বিএসএফের ক্যাম্পের কাছেই শ্রীনগর বিমানবন্দর। হামলার জেরে বিমানবন্দর সংলগ্ন এলাকা সিল করে দেওয়া হয়েছে। বন্ধ করা হল শ্রীনগর বিমানবন্দর।
এদিকে, পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় বিএসএফের ৪ সদস্য আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।