মুক্তবার্তা ডেস্ক:গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘ভারতের আধিপত্যবাদই এ দেশের মানুষের নিরাপত্তাহীনতার কারণ। নিরাপত্তার জন্য একটি পথই খোলা রয়েছে, আর তা হলো- সংঘবদ্ধ হয়ে ন্যায্য দাবিতে সবাইকে রাস্তায় নামা, আন্দোলন করা। এছাড়া আর কোনো উপায় নেই।’
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মোড়েলগঞ্জ পানগুছি নদীর উপর ব্রিজ নির্মাণ এবং সম্প্রতি ওই নদীতে ২২ জনের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘আজ দেশের জনগণের নিরাপত্তা কোথাও নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ঠিক আগেই দেশে জঙ্গি তৎপরতা বেড়ে গেছে। জঙ্গিরা মারা পড়ে কিন্তু ধরা পড়ে না। এটা কিসের ব্যর্থতা? জনগণকে এটা করে ভয় দেখানো হচ্ছে। তাই জনগণকে সচেতন থাকতে হবে।’
মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘রাজধানীতে হাজার হাজার কোটি টাকা দিয়ে ফ্লাইওভার তৈরি হচ্ছে। পদ্মাসেতু তৈরি হচ্ছে কিন্তু দেশের দক্ষিণপ্রান্ত পানগুছি নদীর উপরে একটি ব্রিজ তৈরি করা যাচ্ছে না। ব্রিজটি তৈরি করা আরও বেশি জরুরি, কারণ এ নদীতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপারের কারণে প্রায়ই সাধারণ মানুষ মারা যাচ্ছে। এ দাবি পূরণ করতে হলে সবাইকে এক হয়ে প্রয়োজনে রাস্তায় নামতে হবে।’