মুক্তবার্তা ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে কয়েক মাস ধরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলা গানের কিংবদন্তী শিল্পী আব্দুল জব্বার। দুটি কিডনিই বিকল হয়েছে কালজয়ী এই শিল্পীর। কিডনি প্রতিস্থাপনের জন্য তাকে দেশের বাইরে নেয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন অনেক টাকা। প্রাথমিক অবস্থায় আব্দুল জব্বারের চিকিৎসার জন্য সরকারি তরফ থেকে ২০ লাখ টাকা দেয়া হলেও অনেক আগেই চিকিৎসার কাজে সে অর্থ ব্যয় হয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল।
গতকাল সোমবার বঙ্গবন্ধু আব্দুল জব্বারকে দেখতে হাসপাতালে যান সাংবাদিকরা। সেখানে তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশের ১৬ কোটি বাঙালির প্রত্যেকের কাছে এক টাকা করে সাহায্য চেয়ে তার আকুতি ভরা আবেদনের কথা জানান। বলেন, ‘দেশের প্রতিটা মানুষ যদি আমাকে একটি করে টাকা দেন, তাহলে আমার উন্নত চিকিৎসার ব্যবস্থা হবে। আমি আরও কিছুদিন এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে পারবো।’
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কালীন দেশের দুঃসময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অসংখ্য গান গেয়েছেন আব্দুল জব্বার। সেই সময়ে গাওয়া তাঁর গানগুলো মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছিল। তাছাড়াও ওই সময় ভারতের বিভিন্ন স্থানে গণসংগীত গেয়ে প্রাপ্ত ১২ লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন তিনি।
‘জয় বাংলা বাংলার জয়’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘ওরে নীল দরিয়া’ ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’ সহ অসংখ্য কালজয়ী গানে কণ্ঠ দিয়েছেন দেশবরেণ্য এ শিল্পী। সংগীতে অসামান্য অবদানের জন্য পেয়েছেন ‘একুশে পদক’ ও ‘স্বাধীনতা পুরস্কার’। এছাড়াও পেয়েছেন ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ এবং ‘জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার’।